ভেড়ামারা দক্ষিন রেলগেট বসুন্ধরা হোটেলের সামনে গাড়ি থামিয়ে অবৈধ ভাবে চাঁদাবাজি করার সময় আহসান হাবীব ঝলক নামে একজন বাধাঁ প্রদান করে মোবাইলে ভিডিও ধারন করতে গেলে মাহাবুল ও উসমানের নেতৃত্বে হামলা চালায় এসময় মোবাইল ফোন ও মোটর সাইকেলের হেলমেট ভাংচুর ও মারপিঠের করায় ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূএে জানাযায়,
মঙ্গলবার রাত ৯ টার দিকে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। করোনা পরিস্থিতিতে গাড়ি থামিয়ে অবৈধ ভাবে চাঁদা আদায়ে বাধাঁ প্রদান করায় আহসান হাবীব ঝলক হামলার শিকার হয়। এসময় তার ব্যাবহৃত মোবাইল ফোনে ভিডিও ধারন করতে গেলে তা ভেঙ্গে ফেলা হয়।
বিষয়টি তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহনে ভেড়ামারা থানায় গতকাল দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেছেন আহসান হাবীব ঝলক। তবে ঘটনার পর থেকে চাঁদা উঠানো বন্ধ রয়েছে বলে স্থানীয়দের থেকে জানাগেছে।
বাধা প্রদানে হামলা, মারপিট ও মোবাইল ভাংচুর ” থানায় লিখিত অভিযোগ দায়ের।